কোহলীরা কি পাকিস্তানে যাবেন? ফাইল ছবি
এহসান মানি ঘোর আশাবাদী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের বিশ্বাস আগামী দু’বছরের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে। আর এই বিশ্বাস থেকেই তিনি মনে করছেন ২০২৩ এশিয়া কাপে পাকিস্তানে খেলতে আসবে ভারত।
পাকিস্তানের ‘জং’ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মানি বলেন, ‘‘২০২২ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হবে। পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে এই প্রতিযোগিতা হবে পাকিস্তানে। আমি অত্যন্ত আশাবাদী ততদিনে দুই দেশের রাজনৈতি সম্পর্কের উন্নতি হবে এবং ভারতীয় দল আমাদের দেশে খেলতে আসবে।’’ মানি আরও বলেন, ‘‘সম্প্রতি পিছনের দরজা দিয়ে এমন কিছু হয়েছে, যা দুই দেশের সম্পর্কের উন্নতি করার ক্ষেত্রে ইতিবাচক। আশা করছি বরফ গলবে। আর ভারত যদি শেষ পর্যন্ত খেলতে আসে, তাহলে সেটা পাকিস্তানের ক্রিকেটের জন্য বিরাট বড় পদক্ষেপ হবে।’’
এই বছরই পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে হচ্ছে না মানির কথায় পরিষ্কার। বলেন, ‘‘এই বছর এশিয়া কাপ হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাকিস্তান সুপার লিগের জন্য পিসিবি-র হাতে সময় নেই। তাছাড়া ভারতীয় দল ইংল্যান্ডে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। ফলে এই বছর এশিয়া কাপ আয়োজন করার আর সময় পাওয়া যাবে না।’’