ঋষভ পন্থের অধিনায়ক হওয়ার খবরে খুশি রায়না ফাইল চিত্র
ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক নির্বাচিত করায় খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় এই দায়িত্ব পেয়েছেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান।
মঙ্গলবারই ঋষভকে অধিনায়ক করার কথা ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস। এর পর থেকেই শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও পন্থের জন্য খুশি রায়না। টুইট করে রায়না লেখেন, ‘অধিনায়ক হওয়ার জন্য অভিনন্দন পন্থ। আমি নিশ্চিত তুমি তোমার দলকে গর্বিত করবে এই মরসুমে। ওর অধিনায়কত্বে সৌভাগ্য ফিরে আসবে দলে।’
নতুন দায়িত্ব পেয়ে ঋষভ বলেন, ‘‘আমি আজ থেকে ছয় বছর আগে আইপিএলে খেলা শুরু করেছিলাম। দিল্লিতেই আমি ছোট থেকে খেলেছি। আমার স্বপ্ন ছিল দলকে নেতৃত্ব দেওয়া। সেটা করতে পেরে আমি খুশি। আমি নিজের সেরাটা দিয়ে এই দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’’
১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামবেন পন্থরা।