IPL

দিল্লি ক্যাপিটালসের হয়ে স্মরণীয় মুহুর্ত তৈরি করতে চান স্টিভ স্মিথ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১৯
Share:

ছবি টুইটার

দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে উচ্ছ্বসিত স্টিভ স্মিথ। সদ্য সমাপ্ত নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে দিল্লি। ভিডিয়ো বার্তায় দিল্লি ক্যাপিটালস সমর্থকদের উদ্দেশ্যে স্মিথ বলেন, ‘‘আমার মনে হয় আমাদের দল এবং কোচ অসাধারণ। ভারতে এসে কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য আমি মুখিয়ে আছি। আশা করব আমি আমার দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’’

Advertisement

স্মিথের পাশাপাশি টম কারেনকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। স্যাম বিলিংস, উমেশ যাদবকে এ মরসুমে দলে নিয়েছে তারা।

মোটামুটি একই দল ধরে রেখেছে গতবারের রানার্সরা। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘আমাদের দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার এসেছে। স্মিথের পাশাপাশি টম কারেন যোগ দিয়েছে। তার সঙ্গেই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলা কিছু ক্রিকেটার আছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল খেলা লুকমান মারিওয়ালা আছে আমাদের দলে। নতুন ক্রিকেটারদের কাছে একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এই মরসুমে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement