IPL 2021

আইপিএলের মাঝে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা স্মিথ, ওয়ার্নারদের

এই নির্দেশিকার কথা স্বীকার করে নেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৯
Share:

স্মিথদের দেখা যাবে না আইপিএল বিজ্ঞাপনে?

আইপিএল চলাকালীন বেটিং, ফাস্ট ফুড, মদ বা কোনও মাদক দ্রব্যের বিজ্ঞাপন করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিসিসিআইকে জানান হয়েছে, ‘‘আইপিএলে বিনিয়োগ করা সংস্থার বিজ্ঞাপনের জন্য গোটা দলের ছবি ব্যবহার করা যাবে। তবে বেটিং, ফাস্ট ফুড, মদ বা কোনও মাদক দ্রব্যের বিজ্ঞাপন করানো যাবে না অস্ট্রেলিয় ক্রিকেটারদের দিয়ে।’’

Advertisement

এই নির্দেশিকার কথা স্বীকার করে নেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকেও। নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বা অস্ট্রেলিয়ার কোনও রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি থেকে বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন।’’

এবার আইপিএলে ১৯ জন অস্ট্রেলিয়ান অংশ নেবেন। তাঁরা হলেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কুন্টার নাইল, ঝাই রিচার্ডসন, জোস ফিলিপ, ক্রিস লিন, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, রেলি মেরেদিথ, বেন কাটিং, মোজেস হেনরিক্স, ড্যান ক্রিশ্চিয়ান, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জস হ্যাজেলউড, মার্কাস স্টয়নিশ, প্যাট কামিন্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement