Delhi Capitals

তামিল গানের তালে নাচ স্মিথ, ওকস, রহাণেরা

নাচে অংশ নেওয়া সকলকে ট্যাগ করে অনুগামীদের জন্য দিল্লি ক্যাপিটালস ওপেনার লেখেন, ‘কে ভাল নাচ করেছে? কমেন্ট করে জানান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:৪২
Share:

তামিল গানের তালে নাচলেন স্টিভ স্মিথ, অজিঙ্ক রহাণে, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধওয়ন, ক্রিস ওকস ও ঋষভ পন্থ। ছবি টুইটার

তামিল গানের তালে নাচলেন স্টিভ স্মিথ, অজিঙ্ক রহাণে, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধওয়ন, ক্রিস ওকস ও ঋষভ পন্থ।সোমবার নেটমাধ্যমে তামিল গান ‘ভাটি কামিং’ গানের তালে নাচেন এঁরা। ‘মাস্টার’ ছবির এই গানের শুটিং-এর বিহাইন্ড দ্য স্ক্রিনের ভিডিয়ো প্রকাশ করেন শিখর।

Advertisement

এই নাচে অংশ নেওয়া সকলকে ট্যাগ করে অনুগামীদের জন্য দিল্লি ক্যাপিটালস ওপেনার লেখেন, ‘কে ভাল নাচ করেছে? কমেন্ট করে জানান’।

অনুরাগীরা সবাই একমত না হলেও অনেকেই দুই বিদেশি ক্রিকেটার স্টিভ স্মিথ ও ক্রিস ওকসের পক্ষে ভোট দেন। প্রথম ম্যাচেই তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। এরপর রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বইতে শেষ ম্যাচ খেলবেন ঋষভ পন্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement