Punjab Kings

পঞ্জাব কিংসের গেল, রাহুলদের নিজের দল ব্যাঙ্গালোরে স্বাগত জানালেন চহাল

এ মরসুম শুরু আগেই নিজেদের নাম পরিবর্তনের পাশাপাশি জার্সির রংও পরিবর্তন করেছে পঞ্জাব কিংস। লাল হলুদ জার্সি পরে এবারে খেলতে নেমেছেন রাহুল, গেলরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:২৮
Share:

নতুন জার্সি পড়ে গেল ও রাহুল ছবি টুইটার

সবসময়ই মজা করতে ভালবাসেন যুজবেন্দ্র চহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই স্পিনার এবার নেটমাধ্যমে মজা করে পঞ্জাব কিংসের লোকেশ রাহুল ও ক্রিস গেলকে উদ্দেশ্য করে লেখেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তোমাদের স্বাগত।’

Advertisement

এ মরসুম শুরু আগেই নিজেদের নাম পরিবর্তনের পাশাপাশি জার্সির রংও পরিবর্তন করেছে পঞ্জাব কিংস। লাল হলুদ জার্সি পরে এবারে খেলতে নেমেছেন রাহুল, গেলরা। এর আগে বিরাট কোহলীদেরও এই ধরনের জার্সিই ছিল। সেই কারণেই যুজবেন্দ্র চহাল এমন ঠাট্টা করলেন নেট মাধ্যমে।

আইপিএলের প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। সোমবার অল্পের জন্য সেঞ্চুরি করতে না পারলেও দারুণ ব্যাট করেন লোকেশ রাহুল। মাত্র ৫০ বলে ৯১ রান করে আউট হন তিনি। ক্রিস গেলও ২৮ বলে ৪০ রান করে আউট হন। ২৮ বলে ৬৪ রান করেন দীপক হুডা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement