উমরান মালিক টুইটার
অভিষেক ম্যাচেই রেকর্ড করলেন সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিক। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে জোরে বল করার নজির গড়েন। উইকেট না পেলেও তাঁর বলের গতি সকলের নজর কেড়েছে। মালিক অন্য সকলের থেকে আলাদা, এমনটাই মনে করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
১৫১.০৩ কিলোমিটার বেগে একটি বল করেন কাশ্মীরের এই জোরে বোলার। আর এটাই আইপিএল-এ ভারতীয়দের করা সবচেয়ে জোরে বল। ম্যাচের পর মালিকের প্রশংসা করেন উইলিয়ামসনও। তিনি বলেন, ‘‘ও খুব জোরে বল করে। ভাল হয়েছে, ও একটা সুযোগ পেয়েছে। নেটে আমরা ওর বল খেলি। ও কিন্তু একটু আলাদা। জোরে দৌড়ে এসে বল করে। আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ নেই। তাই বাকি ম্যাচ গুলোতে এদের সুযোগ দিচ্ছি।’’
৪ ওভার বল করে ২৭ রান দেওয়া মালিক তাঁর গতির জন্য প্রশংসা পেয়েছেন ম্যাচের সেরা শুভমন গিলের কাছ থেকেও।