IPL 2021

চোট পেয়ে ছিটকে গেলেন কেকেআরের রিঙ্কু, বদলি হিসেবে কোহলীর প্রাক্তন সতীর্থ এলেন দলে

আইপিএল শুরু হওয়ার আগেই আচমকা দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১০:১৪
Share:

রিঙ্কুর বদলে এলেন গুরকিরত।

আইপিএল শুরু হওয়ার আগেই আচমকা দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। হাঁটুর চোটে গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন রিঙ্কু সিংহ। পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার গুরকিরত সিংহ মনকে সই করাল কেকেআর। তাঁকে মূল দাম ৫০ লক্ষ টাকাতেই কেনা হয়েছে।

Advertisement

২০১৭-এ আইপিএলে অভিষেক হয় রিঙ্কুর। এখনও পর্যন্ত মোট ১১টি ম্যাচ খেলেছেন। কেকেআরের হয়ে নিচের দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে। তবে দলের ভারসাম্যের কারণেই প্রত্যেক ম্যাচে সুযোগ পেতেন না। গুরকিরত ২০২০ আইপিএলে খেলেছেন আরসিবি-র হয়ে। এ বার নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গত বার কেকেআরের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন রিঙ্কু। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে ১১ রান করেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন উত্তর প্রদেশের হয়ে। গুরকিরত আরসিবি-র হয়ে গত বার আটটি ম্যাচ খেলেছেন। মোট ৭১ রান করেছেন। আইপিএলে তাঁর অভিষেক ২০১২-তে তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। ঘরোয়া ক্রিকেটেও পঞ্জাবের হয়েই খেলেন তিনি। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ কেকেআরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement