IPL 2021

রাজস্থানের হয়ে প্রথম ২ ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান

গত ১ এপ্রিল নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ২১:২০
Share:

প্রথম দুই ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজুর। ফাইল ছবি

এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসার এখনও দলের সঙ্গেই রয়েছেন।

Advertisement

গত ১ এপ্রিল নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। ক্রিকেটাররা শনিবার রাতে দেশে ফিরবেন। তবে মুস্তাফিজুর দলের সঙ্গে আসবেন না। তিনি নিউজিল্যান্ড থেকে সরাসরি দেশে পা দেবেন বলে জানা গিয়েছে। বাধ্যতামূলক নিভৃতবাস কাটিয়ে ১২ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলা কার্যত অসম্ভব। ফলে প্রথম ম্যাচ থেকে একরকম ছিটকেই গিয়েছেন তিনি।

সংশয় রয়েছে দ্বিতীয় ম্যাচ ঘিরেও। যদি নিভৃতবাসে কোনও সমস্যা হয় বা ফলাফল পজিটিভ আসে, সে ক্ষেত্রে আরও কিছুদিন নিভৃতবাসে থাকতে হতে পারে মুস্তাফিজুরকে।

Advertisement

গত সপ্তাহেই আইপিএল খেলার জন্য মুস্তাফিজুরকে এনওসি দিয়েছে বাংলাদেশ বোর্ড। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর এ বার ১ কোটি টাকায় যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement