IPL 2021

কেন যশপ্রীত বুমরাকে বিয়ে করেছেন, জানালেন সঞ্জনা গণেশন

তাঁরা সদ্য বিয়ে করে যে যাঁর কাজে যোগ দিয়েছেন। এর মধ্যেই নেটমাধ্যমে খুনসুটিতে মাতলেন যশপ্রীত বুমরা এবং সঞ্জনা গণেশন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ২১:৪৬
Share:

বুমরার সঙ্গে খুনসুটি সঞ্জনার। ফাইল ছবি

তাঁরা সদ্য বিয়ে করে যে যাঁর কাজে যোগ দিয়েছেন। এর মধ্যেই নেটমাধ্যমে খুনসুটিতে মাতলেন যশপ্রীত বুমরা এবং সঞ্জনা গণেশন। শনিবার সঞ্জনার একটি ছবিতে মজা করে মন্তব্য করেছিলেন বুমরা। সঞ্জনা যে জবাব দিয়েছেন, তা মন জয় করে নিয়েছে সমর্থকদের।

Advertisement

ইনস্টাগ্রামে শনিবার সমুদ্রস্নানের একটি পুরনো ছবি পোস্ট করেন সঞ্জনা। সঙ্গে লেখেন, “কিছু কিছু স্মৃতি রয়েছে যা সারাজীবন মনে থেকে যায়।” সেখানেই বুমরা মন্তব্য করেন, “অসাধারণ। যে এই ছবিটা তুলছিল যে সত্যিই খুব ভাল।” জবাবে সঞ্জনা লেখেন, “তাই জন্যেই তো তাকে আমি বিয়ে করেছি।”

বুমরা এবং সঞ্জনা দু’জনেই নেটমাধ্যমে জনপ্রিয়। বুমরাকে অনুসরণ করেন প্রায় ৭০ লক্ষ মানুষ। সঞ্জনার ক্ষেত্রে সংখ্যাটা ৫ লক্ষের কাছাকাছি। দু’জনের এই খুনসুটি তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা। উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বুমরা। সঞ্জনা ফিরেছেন ক্রীড়া সঞ্চালনার কাজে।

Advertisement

এই সেই মন্তব্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement