Punjab CM

Shooting: রাজনীতির যুদ্ধে বাবার হার, ময়দানের রাজনীতিতে জয়ী ছেলে

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অমরেন্দ্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১২:২৬
Share:

রনিন্দ্রর সঙ্গে বাবা অমরেন্দ্র।

বাবা যখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকবেন কি না সেই নিয়ে চিন্তামগ্ন, ছেলে তখন লড়ছেন জাতীয় রাইফেল সংস্থার প্রধান হওয়ার ভোটে। তবে শনিবার অমরেন্দ্র সিংহের পাশে থাকার জন্য ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি ছেলে রনিন্দ্র। তাতে যদিও তাঁর জয়ের পথে কোনও বাধা আসেনি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অমরেন্দ্র। দুপুর একটা নাগাদ ভোটকক্ষ ছেড়ে বাবার কাছে চলে যান রনিন্দ্র। আর ফিরে আসেননি তিনি। তবে ভোটে তাঁর কনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী শ্যাম সিংহ যাদবকে ৫৬-৩ ব্যবধানে হারিয়ে দেন রনিন্দ্র।

Advertisement

রনিন্দ্র বলেন, “এই ভোট গদি দখলের ছিল না। এটা ছিল নিজেদের ক্ষমতা প্রকাশ করার। একই সঙ্গে জাতীয় ক্রীড়া ক্ষেত্রের সব নিয়ম রক্ষা করার। এর মধ্যে যেন রাজনীতি না এসে পড়ে সেটাও দেখতে হবে।”

বাবা যখন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন, ছেলে তখন অন্য দিকে ভোটে জিতছেন। এমনই এক ঘটনার সাক্ষী থাকল সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement