IPL 2021

পরিবার করোনা আক্রান্ত, আইপিএল থেকে সরে গেলেন কোহলীকে পাত্তা না দেওয়া সেই আম্পায়ার

এ বার আম্পায়াররা সরে দাঁড়ালেন আইপিএল থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১১:৩৯
Share:

নীতীন মেনন। ছবি: টুইটার থেকে

এ বারের আইপিএল জুড়ে বিভিন্ন বাধা। ক্রিকেটাররা যেমন নাম সরিয়ে নিয়েছেন, তেমনই অনেক আম্পায়ারও নাম সরিয়ে নিয়েছেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন নীতীন মেনন। ভারতীয় এই আম্পায়ারের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার পল রিফেলও নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার পরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের তরফে বলা হয়েছে, “মেননের বাড়িতে শিশু রয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় মেননের মা এবং স্ত্রী-র পক্ষে শিশুটির দেখভাল করা সম্ভব হবে না। তাই ফিরে যেতে হচ্ছে মেননকে। রিফেল জানিয়েছেন বাড়ি ফিরতে পারবেন না ভেবে ওঁর ভয় করছে। যেহেতু অস্ট্রেলিয়া ভারতের সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তাই এমন সিদ্ধান্ত রিফেলের। এই ২ জনের পরিবর্ত বেছে নিয়েছে বিসিসিআই।”

মেনন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার। ভারত এবং ইংল্যান্ড সিরিজে অভিষেক ঘটে তাঁর। আইপিএল-এও মেননের আম্পায়ারিং প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement