দেশকে প্রাধান্য দিলেন মুস্তাফিজুর। ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসন্ন আইপিএল খেলবেন বলে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন শাকিব আল হাসান। তবে তাঁর দেখানো পথে হাঁটলেন না তাঁর জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমান। আইপিএলের জাঁকজমক ও জাতীয় দলের মধ্যে দেশকেই বেছে নিলেন এই বাঁহাতি জোরে বোলার। ২০২১ সালের আইপিএলের জন্য বাংলাদেশের এই জোরে বোলারকে ১ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস।
এদিন মুস্তাফিজুর বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সবার মাথার উপরে রয়েছে। বিসিবি যদি আমাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজে রাখে তাহলে দেশের হয়ে খেলব। আর যদি আমাকে টেস্ট দলে না রাখা হয় তাহলে বোর্ড যেটা বলবে সেটাই করব।” পাশাপাশি বললেন, “দেশের হয়ে খেলা আমার প্রধান কাজ। কারণ দেশ আমার কাছে সবার আগে। টেস্ট দলে না রাখে তাহলে আইপিএল খেলব।”