সুরক্ষা বলয় নিয়ে হতাশ শামি ফাইল চিত্র
জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন মহম্মদ শামি। ইংল্যান্ড সফর শেষ করেই ফের আইপিএল-এর জন্য সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন ভারতের এই জোরে বোলার। এরপর রয়েছে টি২০ বিশ্বকাপ। সেখানেও সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হবে ক্রিকেটারদের।
শুধু বন্দি থাকা নয়, তার সঙ্গে ভাল খেলার চাপ। সব মিলিয়ে বেশ চাপে পড়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এমনটাই মনে করেন শামি। তিনি বলেন, ‘‘অনেক দিনের সফর হলে সুরক্ষা বলয়ের মধ্যে থাকা খুবই সমস্যার। ক্রিকেটাররা অনেক ক্ষেত্রে মানসিক ভাবে ভেঙে পড়ে। তার সঙ্গে প্রত্যাশার চাপও রয়েছে। দলের সমর্থকরা সব সময় ভাল খেলা আশা করে। তাই মানসিক ভাবে ক্রিকেটারদের আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।’’
অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে দাবি করছেন শামি। তিনি বলেন, ‘‘ছোটখাট চোট আঘাত সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। অস্ট্রেলিয়ায় গিয়ে চোট পেয়েছিলাম। সেখান থেকে সুস্থ হয়েছি। আমাদের সারা বছর ক্রিকেট খেলতে হয়। তাই শরীরের খেয়াল রাখা খুব জরুরী।’’
সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে নিজেকে সুস্থ রাখতে বিশ্রাম নিচ্ছেন শামি। ভারতের এই জোরে বোলার বলেন, ‘‘এখন বিশ্রাম নিচ্ছি। যখন দরকার হবে দলের জন্য ১০০ শতাংশ দেব।’’