এমএসকে প্রসাদ ফাইল চিত্র
কিছুদিন বাদেই শুরু টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। তবে সেই দল নিয়ে খুশি নন প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি মনে করেন, দলে ক্রুণাল পাণ্ড্য ও শিখর ধবনকে নেওয়া উচিত ছিল।
প্রসাদ বলেন, ‘‘আমি মনে করি এই প্রতিযোগিতায় ধবনকে নেওয়া উচিত ছিল। আইপিএল-এ ভাল ব্যাট করছে। আর আইসিসি প্রতিযোগিতায় বরাবরই ও ভাল ব্যাট করে। দারুণ ছন্দে ছিল ধবন। ও থাকলে দল আরও শক্তিশালী হত।’’
ক্রুণাল পাণ্ড্যকে না নেওয়ায় একেবারেই খুশি হতে পারেননি প্রসাদ। তিনি বলেন, ‘‘গত তিন-চার বছর ধরে টি২০-র জন্য ওকে আমরা তৈরি করেছি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও আইপিএল-এ ভাল খেলে। এই দুই ক্রিকেটারই দলে থাকলে আরও ভাল হত।’’
ক্রুণাল ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই পাঁচটি একদিনের ম্যাচ, ১৯টি টি২০ ম্যাচ খেলেছেন। যুজবেন্দ্র চহালের না থাকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে এ নিয়ে কিছু বলতে নারাজ প্রসাদ।