Mohammad Shami

মাঠে ফিরেই হুঙ্কার: আপনাদের শামি মাঠে ফিরে এসেছে

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারিয়ে ‘ফিট’ শামি যোগ দিয়েছেন পঞ্জাব কিংস দলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ২০:৪১
Share:

মহম্মদ শামি ছবি টুইটার

চোট সারিয়ে মাঠে ফিরলেন মহম্মদ শামি। বৃহস্পতিবার সকালে নেটমাধ্যমে নিজের বল করার ছবি প্রকাশ করেন তিনি। সেই ছবিতে লেখেন, ‘আপনাদের শামি মাঠে ফিরে এসেছে।’ অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেড টেস্টে বাঁহাতের কনুইতে মারাত্মক চোট পান শামি। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি।

Advertisement

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারিয়ে ‘ফিট’ শামি যোগ দিয়েছেন পঞ্জাব কিংস দলে। সাত দিনের নিভৃতবাস কাটিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমে পড়েন তিনি।

কিছুদিন আগেই পঞ্জাব কিংস প্রশিক্ষক অনিল কুম্বলে বলেন, ‘‘আমার ধারণা শামি এখন পুরোপুরি সুস্থ। আপাতত কয়েক দিন ওকে নিভৃতবাসে থাকতে হবে। সেটা মিটে গেলেই মাঠে নেমে পড়বে শামি। প্রথম ম্যাচের আগে যাতে মাঠে নামতে পারে, সেই জন্য কয়েকটা অনুশীলন ম্যাচে ওকে দেখে নেব।”

Advertisement

গত মরসুমে শেষদিকে বেশ কয়েকটি ম্যাচ হেরে যাওয়ায় প্লে-অফে যাওয়া হয়নি পঞ্জাব কিংসের। তবে এবার সাফল্য পেতে মরিয়া প্রীতি জিন্টার দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement