Mumbai Indians

চেন্নাইয়ে পৌঁছেই তামিল ভাষায় আগমন বার্তা দিলেন রোহিতরা

কোহলীদের বিরুদ্ধে খেলার পরও চেন্নাইতেই আরও চারটি ম্যাচ খেলবেন রোহিতরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ২০:২৮
Share:

চেন্নাই পৌঁছে গেলেন রোহিতরা ছবি টুইটার

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দল পা রখল চেন্নাইয়ে। আইপিএলের প্রথম ম্যাচে চিপকে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেটমাধ্যমে রোহিত শর্মার একটি ভিডিয়ো প্রকাশ করে তারা। সেখানে মুম্বই অধিনায়ককে বলতে শোনা যায়, ‘ভানাক্কাম চেন্নাই’। যার অর্থ ‘চেন্নাই, আমরা এসে গিয়েছি’।

Advertisement

শুধু ভিডিয়ো নয়, হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবদের চেন্নাইয়ে আসার ছবিও প্রকাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

কোহলীদের বিরুদ্ধে খেলার পরও চেন্নাইতেই আরও চারটি ম্যাচ খেলবেন রোহিতরা। তারপর দিল্লি উড়ে যাবেন তাঁরা। এরপর ব্যাঙ্গালোর ও কলকাতায় লিগের বাকি ম্যাচগুলি খেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সকে এবারের আইপিএলে হারানো কঠিন বলে কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন সুনীল গাওস্কর। ভারত ও ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলা বেশ কিছু ক্রিকেটার রয়েছেন মুম্বই দলে। সেই কারণেই তাদের হারাতে বেগ পেতে হবে অন্য দলগুলোকে, এমনটাই মনে করেন গাওস্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement