Mahendra Singh Dhoni

IPL 2021: মাহির মাথা গরম, মাঠেই মেজাজ হারালেন ধোনি, দেখুন ভিডিয়ো

১৫৬ রান তাড়া করতে নামে মুম্বই। সেই ইনিংসের ১৮তম ওভারে ক্যাচ ফস্কানোর ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনিকে চট করে রাগতে দেখা যায় না। বরং মাথা ঠাণ্ডা রেখেই প্রতিপক্ষকে ঘায়েল করতে বেশি ভালবাসেন মাহি। রবিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাথা গরম করতে দেখা গেল চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। আর তাতেই অবাক অনেকে।

Advertisement

১৫৬ রান তাড়া করতে নামে মুম্বই। সেই ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। দীপক চাহারের বল সৌরভ তিওয়ারি স্কুপ করতে যান। ব্যাটে-বলে ঠিক মতো না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ধোনি ছুটে যান ক্যাচ ধরতে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ডোয়েন ব্রাভোও ছুটে যান সেই ক্যাচ ধরতে।

দু’জনের কেউই ক্যাচটা ধরতে পারেননি। ব্রাভো জায়গায় পৌঁছে গেলেও ধোনিকে এগিয়ে আসতে দেখে ক্যাচ ছেড়ে দেন। ধোনিও ব্রাভোকে দেখতে পেয়ে শেষ পর্যন্ত ক্যাচ ধরার চেষ্টা করেননি।

Advertisement

আর এই ঘটনাতেই রেগে যান ধোনি। মেজাজ হারান। শেষ পর্যন্ত অবশ্য আইপিএল-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ২০ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় সিএসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement