IPL

কেন বরুণ চক্রবর্তীকে শুরুতে মাত্র ১ ওভার, তার ব্যাখ্যা দিলেন মর্গ্যান

নাইটদের যে ছয় বোলার বল করেন, তাঁদের মধ্যে বরুণই সবথেকে বেশি ৪ ওভারে ৩৯ রান দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৯:৪২
Share:

অধিনায়কত্ব ও ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হচ্ছেন অইন মর্গ্যান। ছবি - টুইটার

বারবার প্রশ্ন উঠছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে প্রথম স্পেলে মাত্র এক ওভার করিয়ে কেন সরিয়ে নেওয়া হল। তার ব্যাখ্যা দিলেন অইন মর্গ্যান

Advertisement

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক জানালেন, পরের দিকে এবি ডিভিলিয়ার্সকে থামানোর জন্যই তিনি বরুণের ৩ ওভার হাতে রেখে দিয়েছিলেন। তিনি ভাবতেই পারেননি তার আগে গ্লেন ম্যাক্সওয়েল ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে দেবেন। মর্গ্যান বলে, ‘‘ম্যাক্সওয়েল বিধ্বংসী ক্রিকেটার, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ও ওদের একমাত্র তারকা ক্রিকেটার নয়। ওদের ডিভিলিয়ার্স ছিল। ওর মতো একজন ব্যাটসম্যানের জন্য ভাল কোনও বোলারের দু’-এক ওভার রেখে দিতেই হত। ওদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। গভীরতাও খুব বেশি। আইপিএল-এ খেলা সব দলের ক্ষেত্রেই এটা সত্যি। তাই শুধু কোনও একজনের জন্য পরিকল্পনা করে নামা যায় না।’’

হরভজন সিংহর সঙ্গে রবিবার বরুণ চক্রবর্তীকে দিয়ে বোলিং শুরু করেন মর্গ্যান। বরুণ তাঁর দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন বিরাট কোহলীকে। সেই ওভারের শেষ বলে আউট করেন রজত পতিদারকে। তখন ৯ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু। কিন্তু ওই এক ওভার করানোর পর বরুণকে বসিয়ে দেন মর্গ্যান। এরপর ম্যাক্সওয়েল ঝড় তোলেন। বরুণকে যাঁর জন্য রেখে দিয়েছিলেন, সেই ডিভিলিয়ার্স ৩৪ বলে ৭৬ রান করেন। নাইটদের যে ছয় বোলার বল করেন, তাঁদের মধ্যে বরুণই সবথেকে বেশি ৩৯ রান দেন। যে চার বোলার পুরো ৪ ওভার বল করেন, তাঁদের মধ্যে বরুণেরই ওভার পিছু রান সবথেকে বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement