ফাইল চিত্র
মাত্র চার দিনের দেরি। তাই আপসোস যাচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। আপসোসটা ডেভন কনওয়েকে নিয়ে। নিউজিল্যান্ডের কনওয়ে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। অশ্বিনের আক্ষেপ, চার দিন আগে এই ইনিংস খেললে আইপিএলে দল পেয়ে যেতেন এই কিউই ক্রিকেটার।
গত সপ্তাহে আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান কনওয়ে। নিজের ন্যূনতম দর রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। তবু তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি নেয়নি। সোমবার কনওয়ের ইনিংস দেখার পর অশ্বিন লেখেন, ‘‘ডেভন কনওয়ে মাত্র চার দিন দেরি করে ফেলল। কী অসাধারণ একটা ইনিংস।’’
ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। এরপর কনওয়ের ইনিংসের জন্যই নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তোলে। অস্ট্রেলিয়া ১৭.৩ ওভারে ১৩১ রানে শেষ হয়ে যায়। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৫৩ রানে জেতে।