জয়দেব উনাদকট টুইটার
করোনার সঙ্কট বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে। এরমধ্যেই চলতে থাকা আইপিএল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিসিসিআই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে এই প্রতিযোগিতা বন্ধ করার কথা ভাবছেই না তারা। এবার ভারতের ক্রিকেট বোর্ডের সমর্থনে মুখ খুললেন জয়দেব উনাদকট।
এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালসের বাঁ হাতি জোরে বোলার বলেন, ‘‘আইপিএল আমাদের কাছে রুজি রোজগারের জায়গা। শুধু ক্রিকেটাররা নন আরও হাজার হাজার মানুষ এই আইপিএল-এর সঙ্গে যুক্ত। তাঁদের রুজি রুটির জায়গাও এটাই।’’
উনাদকট আরও বলেন, ‘‘একটা সময় আমার পরিবারও কোভিড আক্রান্ত হয়েছিল। ওদের ওষুধ আর ডাক্তারি সাহায্য পৌঁছে দিয়েছি। আমরা এখন সকলে একসঙ্গে রয়েছি। আমরা ডাক্তার নই। তাই চিকিৎসার কাজে হাত লাগাতে না পারলেও অন্য ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।’’
আইপিএল নিয়ে সমালোচনা করেছেন শোয়েব আখতার ও অ্যান্ড্রু টাই। এই অবস্থায় কোন ভাবেই আইপিএল চালানো উচিত নয় বলে মত তাঁদের।