IPL 2021

কোহালি, মর্গানরা কাদের নিচ্ছেন? ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হতে পারে আইপিএলের নিলাম

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে চতুর্দশ আইপিএল নিলামের আসর বসছে। এবার ঘরের মাঠে ক্রোড়পতি লিগ আয়োজন করতে চাইছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৩:৪২
Share:

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে চতুর্দশ আইপিএল নিলামের আসর বসছে। ফাইল চিত্র।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে চতুর্দশ আইপিএল নিলামের আসর বসছে। শোনা যাচ্ছে ভারতবনাম ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নিলাম আয়োজিত হতে পারে। বিসিসিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, ‘‘১৮ ফেব্রুয়ারি আমরা আইপিএল নিলাম আয়োজন করব। সেই বিষয়ে যাবতীয় কাজ এগোচ্ছে।’’

কোভিড পরিস্থিতির জন্য গত বছর সংযুক্ত আরব আমিরশাহি-তে আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। যদিও এবার ঘরের মাঠে ক্রোড়পতি লিগ আয়োজন করতে চাইছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন সবকিছু নির্ভর করছে ঘরেরমাঠে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ কতটা সুষ্ঠুভাবে আয়োজিত হয় তার ওপর।

Advertisement

এবারও ৮ দল নিয়ে আয়োজিত হবে ক্রোড়পতি লিগ। ইতিমধ্যেই সবকটা ফ্রাঞ্চাইজি দল গোছাতে শুরু করেছে। ক্রিকেটার ধরে রাখার সময়সীমা ২০ জানুয়ারি শেষ হলেও, খেলোয়াড় অদল-বদলের সময়সীমা ৪ ফেব্রুয়ারি শেষ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement