Delhi capitals

কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস?

প্রথম তিনটি ম্যাচ মুম্বইতে খেলার পর দুটি ম্যাচ চেন্নাইতে খেলবে তারা। এরপর চারটি ম্যাচ আমদাবাদে খেলে লিগের শেষ পাঁচটি ম্যাচ কলকাতায় খেলবে দিল্লির এই দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১১:১৬
Share:

প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে নামবেন ঋষভরা ফাইল চিত্র

ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। তবে গতবার তারা আইপিএলের ফাইনালে গিয়েছিল। এবারে তাদের প্রথম ম্যাচ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে।

Advertisement

প্রথম তিনটি ম্যাচ মুম্বইতে খেলার পর দুটি ম্যাচ চেন্নাইতে খেলবে তারা। এরপর চারটি ম্যাচ আমদাবাদে খেলে লিগের শেষ পাঁচটি ম্যাচ কলকাতায় খেলবে দিল্লির এই দল। ২৯ এপ্রিল আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবেন ঋষভ পন্থরা। ৮ মে আমদাবাদেই কলকাতার বিরুদ্ধে লিগের ফিরতি ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালস।

গতবার খেতাবের খুব কাছাকাছি পৌঁছে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে নামতে চাইছে দিল্লি।

Advertisement

কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement