Theft in Hyderabad

ব্যবসায় সফল দাদা! হিংসায় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে কোটি টাকার জিনিস লুট ভাইয়ের

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইন্দ্রজিতের সোনার গয়নার ব্যবসা রয়েছে। বার বার সেই ব্যবসায়ে ক্ষতি হয়েছে তাঁর। পাশাপাশি, তাঁর খরচের হাতও খুব বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪
Share:

চুরির অভিযোগে হায়দরাবাদে ধৃত ১২ জন। ছবি: সংগৃহীত।

বড় ভাইয়ের রয়েছে গাড়ি, বাড়ি, অঢেল সম্পত্তি। ব্যবসায় সফল তিনি। আর ছোট ভাই ততটাই ব্যর্থ। ‘হিংসা’র কারণে সেই বড় ভাইয়ের বাড়িতেই অস্ত্র নিয়ে হামলা চালালেন ছোট ভাই। ১১ জনের দল নিয়ে লুট করলেন প্রায় ১.২ কোটি টাকার সোনা, রুপো, নগদ! শেষ পর্যন্ত ছোট ভাই ইন্দ্রজিৎ ঘোড়াইকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদের ঘটনা। ইন্দ্রজিৎ আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, কাস্তে, কুঠার, বন্দুক নিয়ে হায়দরাবাদের দোমালগুড়ায় দাদার বাড়িতে চড়াও হন ইন্দ্রজিৎ-সহ ১২ জন। তার পর সোনা, রুপো, ২.৯ লক্ষ টাকা নগদ লুট করে এসইউভি চেপে পালিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ১২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে লুট করা সোনা, রুপো, নগদ এবং এসইউভি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের থেকে কাস্তে, কুঠার, ছুরিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইন্দ্রজিতের সোনার গয়নার ব্যবসা রয়েছে। বার বার সেই ব্যবসায়ে ক্ষতি হয়েছে তাঁর। পাশাপাশি, তাঁর খরচের হাতও খুব বেশি। সে কারণে দেনা দিন বৃদ্ধি পাচ্ছিল। তার জেরেই ভাইকে হিংসা করতেন তিনি। আর তা থেকে এই কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement