সাফল্যে ফিরতে মরিয়া সিএসকে ফাইল চিত্র
২০১০, ২০১১ ও ২০১৮ সালে আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। তবে গত মরসুমে মহেন্দ্র সিংহ ধোনির দল সাফল্য পায়নি। তিনবারের জয়ী দল গত বারের একাধিক ক্রিকেটার ধরে রেখেছে। নিলামে একাধিক দেশি ও মইন আলিকে নিয়ে শক্তিশালী দল গঠনের চেষ্টা করেছে সিএসকে। ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবেন ব্রাভোরা।
লিগ পর্বে মুম্বইয়ের মাঠে প্রথম ৫টি ম্যাচ খেলবে ধোনির দল। তারপর দিল্লিতে ৪টে ম্যাচ, বেঙ্গালুরুতে ৩টে ম্যাচ ও কলকাতায় ২টো ম্যাচ খেলবেন সুরেশ রায়নারা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২১ এপ্রিল প্রথম খেলবে চেন্নাই। ফিরতি ম্যাচ ১২ মে।
কবে, কোথায়, কখন, কার বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস?