KKR

IPL 2021: কেন পঞ্জাবের কাছে হারতে হল, কারণ বার করলেন কলকাতা অধিনায়ক মর্গ্যান

১২ ম্যাচে কলকাতার পয়েন্ট ১০। লিগ টেবিলে এখনও চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। এখনই প্লে অফের আশা ছাড়ছেন না মর্গ্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৮:৫৪
Share:

হারের কারণ জানালেন মর্গ্যান। ছবি: আইপিএল

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গিয়েছে পঞ্জাব কিংস। ম্যাচের সেরা লোকেশ রাহুল। তবে অইন মর্গ্যানের মতে কলকাতার হারের কারণ একাধিক ক্যাচ ফসকানো।

ম্যাচ শেষে কলকাতার অধিনায়ক বলেন, “আমরা খুব ভাল ফিল্ডিং করিনি। প্রচুর ক্যাচ ফেলেছি। আমার হাত থেকেও ক্যাচ পড়েছে। ব্যাট হাতে ভাল রানই উঠেছিল আমাদের। পঞ্জাব ভাল খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু ক্যাচ ফসকানোর জন্যই আমাদের ম্যাচ হারতে হল।”

Advertisement

রাহুল ত্রিপাঠির নেওয়া ক্যাচ নিয়ে প্রশ্ন ওঠে। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন ক্যাচটি ঠিক ভাবে নেওয়া হয়নি। মর্গ্যান বলেন, “ক্যাচটা যখন রাহুল নিল, আমি ভাবলাম উইকেটটা পেয়ে গিয়েছি আমরা। কিন্তু পরে দেখে তৃতীয় আম্পায়ারের তা মনে হয়নি। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে গিয়েছি।”

তবে এখনই প্লে-অফের আশা ছাড়ছেন না মর্গ্যান। তিনি বলেন, “আমরা আরও ভাল ভাবে ফিরে আসব। বাকি ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার চেষ্টা করব।” ১২ ম্যাচে কলকাতার পয়েন্ট ১০। পয়েন্ট তালিকায় এখনও চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement