Smriti Mandhana

Smriti Mandhana: স্মৃতি মন্ধানার শতরান, অভিনন্দন জানালেন সচিন

গোটা ইনিংসে একবার অস্ট্রেলিয়ার পেরির ভুলে আউট হওয়া থেকে রক্ষা পান স্মৃতি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ২৩:৩০
Share:

স্মৃতি মন্ধনার প্রশংসায় সচিন টুইটার

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দিন-রাতের টেস্টে শতরান করার পর শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার মাটিতে ২১৬ বলে ১২৭ রান করেছেন ভারতের এই ব্যাটার। এই নজিরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর

Advertisement

সচিন টুইটারে লিখেছেন, ‘দারুণ ব্যাট করেছ। প্রথম টেস্ট শতরানের জন্য অনেক অভিনন্দন। এভাবেই খেলে যাও আর বাকিদের অনুপ্রাণিত করে যাও।’

সচিনের এই বার্তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন স্মৃতিও। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রশংসা পাওয়া মানে বিরাট ব্যাপার আমার কাছে।’

Advertisement

একবার অস্ট্রেলিয়ার এলিস পেরির ভুলে আউট হওয়া থেকে রক্ষা পান স্মৃতি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শতরান করে ফেলেন স্মৃতি। তাঁর ইনিংসের উপর ভর করেই বড় রানের দিকে এগোচ্ছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান চার উইকেট হারিয়ে ২৬৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement