দেশে ফিরলেন আট ইংল্যান্ড ক্রিকেটার ফাইল চিত্র
মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বুধবারই নিজেদের দেশে ফিরে এসেছেন জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মঈন আলি, জেসন রয়, স্যাম কারেন ও টম কারেন। বুধবার সকালেই ইংল্যান্ডে পৌছন এঁরা সকলে। আমদাবাদ থেকে হিথরো পৌছন ইংরেজ ক্রিকেটাররা।
ইংল্যান্ডে তাঁদের সরকারের ঠিক করে দেওয়া হোটেলে ১০ দিন নিভৃতবাসে কাটাতে হবে। তবে অইন মর্গ্যান, ক্রিস জর্ডন ও দাউইদ মালানের মতো বেশ কয়েকজন ক্রিকেটার এখনই দেশে ফিরছেন না। দু দিন পর ফিরবেন তাঁরা। তাঁদেরকেও দেশে ফেরানোর ব্যবস্থা করবে বিসিসিআই। ভারতে বাড়তে থাকা কোভিড পরিস্থিতির কারণে উদ্বিগ্ন সমস্ত দেশের প্রশাসন ও ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখনই সে দেশে ফিরতে পারছেন না ক্রিকেটাররা। তাই তাঁদের মালদ্বীপ অথবা শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ইংল্যান্ডের আট ক্রিকেটার দেশে ফিরে গেলেও এখনই ফেরা হচ্ছে না ওয়ার্নারদের।