IPL 2021

ভারত ছাড়ার আগে সতীর্থ যশস্বীকে উৎসাহ দিলেন বাটলার

রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলার দেশে ফেরার আগে ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালকে নিজের সই করা ব্যাট উপহার দিলেন ইংরেজ তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১৭:২১
Share:

বাটলারের থেকে ব্যাট উপহার পেলেন যশস্বী টুইটার

করোনার প্রকোপে আপাতত স্থগিত রাখা হয়েছে এই মরসুমের আইপিএল। মঙ্গলবার এই খবর পাওয়ার পর থেকেই নিজেদের দেশে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলার দেশে ফেরার আগে ভারতের তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালকে নিজের সই করা ব্যাট উপহার দিলেন ইংরেজ তারকা।

Advertisement

আইপিএল-এ নামী ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন ভারতের অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার। নামী ক্রিকেটারদের অনুপ্রেরনায় নিজেদের আরও ভাল ক্রিকেটার হিসেবে তুলে ধরতে চান তরুণরা। সেভাবেই ওপেনার হিসেবে বাটলারের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেন ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন বাটলার।

যশস্বীকে ব্যাট দেওয়ার ছবি নিজেদের টুইটারে প্রকাশ করে রাজস্থান রয়্যালস। সেখানে তারা লেখে, ‘বিশেষ সঙ্গীর থেকে পাওয়া বিশেষ উপহার’। জস বাটলার তরুণ এই ব্যাটসম্যানের উদ্দেশ্যে বলেন, ‘যশ, নিজের প্রতিভাকে উপভোগ কর। শুভেচ্ছা রইল’।

Advertisement

এ মরসুমে ৭টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে তালিকায় পাঁচ নম্বরে ছিল রাজস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement