ব্রাভোর সঙ্গে কারেন টুইটার
সতীর্থ স্যাম কারেনের সঙ্গে লড়াই করছেন ডোয়েন ব্রাভো। অলরাউন্ডার হিসেবে চেন্নাই সুপার কিংস নিজেদের যোগ্যতা প্রমাণ করতে লড়াইয়ে নেমেছেন দুই ক্রিকেটার। দু’জনেই একে অন্যকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রথম লেগে খুব ভাল কিছু করতে না পারলেও দ্বিতীয় লেগে দারুণ খেলছেন ব্রাভো। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি উইকেট নিয়েছেন। কেন উইলিয়ামসনদের হারিয়ে ফের আইপিএল-এর প্লে-অফে যাওয়া নিশ্চিত করার পর দুই ক্রিকেটারের এই প্রতিযোগিতার ব্যাপারে জানান কোচ স্টিফেন ফ্লেমিং।
দুই ক্রিকেটারের প্রশংসা করে চেন্নাই কোচ বলেন, ‘‘দারুণ প্রতিযোগিতা চলছে স্যাম আর ব্রাভোর মধ্যে। আইপিএল-এর প্রথম পর্বে দারুণ খেলেছিল স্যাম। আর দ্বিতীয় পর্বে ভাল খেলছে ব্রাভো। অলরাউন্ডার হিসেবে কে দলে জায়গা পাবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। আর এটাই প্রত্যেকটা দল সবসময় চায়। দুই দারুণ ক্রিকেটার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমার দারুণ লাগছে এটা ভেবে যে, প্রথম দিকে ভাল খেলতে না পারলেও পরের দিকে দারুণ ভাবে লড়াইয়ে ফিরেছে ব্রাভো। ইনিংসের শেষদিকে ও ভাল বল করছে।’’
গত মরসুমে ভাল শুরু না করলেও পরের দিকে ভাল খেলেছিল সিএসকে। সেই কথা ফের উল্লেখ করেন ফ্লেমিং। তিনি বলেন, ‘‘যে ভাবে আমরা গত মরসুম শেষ করেছিলাম সেটা খুব ভাল হয়েছিল। শেষ চারটে ম্যাচেই জিতি। প্রতিযোগিতার প্রথম দিকে বেশ কিছু ম্যাচ হারায় আমাদের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছিল। তবে পরের ভাল খেলায় আমরা হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। যদিও ওটা খুব ভাল মরসুম ছিল না আমাদের জন্য। তবুও সেমিফাইনালে উঠেছিলাম আমরা।’’