IPL 2021

করোনার মাঝে আইপিএল-ই মুক্তির একমাত্র পথ, বলছেন মরিস

মরিসের মতে এ বারের আইপিএল-এ হার জিত নয়, মানুষকে আনন্দ দিতে পারাটাই আসল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১১:০৭
Share:

ক্রিস মরিস। ছবি: বিসিসিআই

সারা দেশে যখন করোনা সংক্রমণ বিপুল ভাবে বাড়তে শুরু করেছে, তখন আইপিএল হওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার ক্রিস মরিস যদিও মনে করেন এই কঠিন সময়ে আইপিএল-ই এক মাত্র মুক্তির পথ।

Advertisement

মরিস বলেন, “দলের মধ্যেও করোনা নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে অতিমারির আকার নিয়েছে করোনা। দল হিসেবে বলতে চাই, প্রথম সারির যোদ্ধারা দারুণ কাজ করছে। ২৪ ঘণ্টা কাজ করে চলেছে তাঁরা।” তিনি যোগ করেন, “মানুষকে খুশি রাখা আমাদের দায়িত্ব। আমরা ক্রিকেট খেলতে ভালবাসি, সেটা খেলতে পারছি। সেই আনন্দটা সাধারণ মানুষের মধ্যেও ভাগ করে দেওয়া উচিত আমাদের।”

মরিসের মতে এ বারের আইপিএল-এ হার জিত খুব একটা বড় নয়, মানুষকে আনন্দ দিতে পারাটাই আসল। মরিস বলেন, “করোনা যোদ্ধাদের পাশে রাজস্থান রয়্যালস সব সময় থাকবে।” কলকাতার বিরুদ্ধে জিতে উঠে এমনটাই বললেন মরিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement