IPL 2021

ইউনিভার্স বস থেকে মোগাম্বো, ‘খুশ হুয়া’ ক্রিস গেল

ক্রিস গেল যে মাঠের বাইরেও সমান উপভোগ্য, দেখা গেল ইনস্টাগ্রামের পাতায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৮:২৬
Share:

ক্রিস গেল। ছবি: টুইটার থেকে

মাঠের মধ্যে তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। তিনি ব্যাট হাতে রয়েছেন মানে চার, ছয়ের বন্যা। সেই ক্রিস গেল যে মাঠের বাইরেও সমান উপভোগ্য, তা দেখা গেল পঞ্জাব কিংসের ইনস্টাগ্রামের পাতায়।

Advertisement

‘ইউনিভার্স বস’-কে দেখা গেল মিস্টার ইন্ডিয়া ছবিতে মোগাম্বো-র চরিত্রে অভিনয় করা অমরীশ পুরীর ঢঙে বলতে, “মোগাম্বো খুশ হুয়া।” পঞ্জাব কিংস এই ভিডিয়ো পোস্ট করে লেখে, ‘মোগাম্বো বহত খুশ হুয়া’।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৫ বলে ৪৩ রান করেন ক্রিস গেল। এ বারের আইপিএল-এ পঞ্জাব কিংসের হয়ে ৫টি ম্যাচেই খেলেছেন তিনি। ১১৯ রান করেছেন এখনও অবধি। তবে গেল শুরু থেকেও খেললেও নিয়মিত জয় পাচ্ছে পঞ্জাব। লোকেশ রাহুলের দল এখনও অবধি ৫টা ম্যাচে ২টো জিতে লিগ টেবিলে ৫ নম্বরে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement