IPL 2021

রোহিত, রায়নারা এবার কোহলীকে অনুসরণ করবে, বলছেন সুনীল গাওস্কর

রবিবার মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে খেলতে নামবেন কোহলীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১২:৫৪
Share:

কোহলীর শট খেলা দেখে মুগ্ধ গাওস্কর।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এ ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলী। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৬ হাজার রান করলেন কোহলী। সুনীল গাওস্করের মতে কেন কোহলী সেরা ক্রিকেটার, তা এখান থেকেই প্রমাণিত হয়।

Advertisement

গাওস্কর বলেন, “কোনও মাইলফলক তুমি যদি সবার আগে তৈরি করো তা হলে বাকিরা তোমাকে অনুসরণ করবে। রোহিত শর্মা, সুরেশ রায়নারা এ বার চেষ্টা করবে ৬ হাজার করার জন্য।” রাজস্থানের বিরুদ্ধে ৪৭ বলে ৭২ রান করেন কোহলী। ১০ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায় আরসিবি।

রবিবার মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে খেলতে নামবেন কোহলীরা। এখনও অবধি একটা ম্যাচও হারেনি আরসিবি। রবিবারও ধোনিদের চেন্নাই সুপার কিংসকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে চাইবেন কোহলীরা। গাওস্কর বলেন, “কী নিখুঁত শট মারছিল কোহলী। পাড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিয়ে গেল দলকে। দরকারের সময় পাড়িক্কলকে এগিয়ে দিয়ে নিজে পিছনে রইল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement