IPL 2021

ঘুম থেকে তাড়াতাড়ি উঠে খাওয়ার টেবিলে ক্রিস গেল, কেন জানেন?

এত শক্তি কোথা থেকে পান গেল? সকালের জলখাবারেই কি লুকিয়ে রয়েছে তার হদিস?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৫:০৮
Share:

সকালে কী কী খান গেল? —ফাইল চিত্র

বিশ্ব ক্রিকেটে তিনি এক মাত্র ব্যাটসম্যান যিনি টি২০ ক্রিকেটে হাজারের বেশি ছয় মেরেছেন। এত শক্তি কোথা থেকে পান তিনি? সকালের জলখাবারেই কি লুকিয়ে রয়েছে তার হদিস? পঞ্জাব কিংসের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সকালে কী কী খান গেল।

Advertisement

পঞ্জাবের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে গেলের প্লেটে বিশাল একটি ওমলেট। ওই ভিডিয়োতে দেওয়া সময় অনুযায়ী সকাল ৭টা বেজে ৫৩ মিনিটে প্রাতঃরাশ করতে হাজির গেল। নিশ্চিন্তে সকালের জলখাবার খাওয়ার জন্য সকলের আগে হোটেলের খাওয়ার টেবিলে হাজির হয়ে যান তিনি। তরমুজ খেতে খেতে হোটেলের কর্মীদের ধন্যবাদও জানান তিনি।

লিগ টেবিলে পঞ্জাব নেমে গিয়েছে ৭ নম্বরে। ৩টি ম্যাচ খেলে এখনও অবধি তাদের সংগ্রহ ২ পয়েন্ট। গেলের ব্যাট থেকে এসেছে ৬১ রান। ম্যাচ জিততে হলে তাঁর ব্যাট থেকে বড় রান চাইবেন লোকেশ রাহুলরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement