এখনও অবধি ২৫ বার চেন্নাইয়ের মুখোমুখি হয়ে মাত্র ৯ বার জিততে পেরেছে কলকাতা। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্স যখন বিরাট কোহলীদের বিরুদ্ধে হেরে কিছুটা ছন্দহীন, তখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস লিগ টেবিলে ৩ নম্বরে। দুই দলের লড়াইয়ে বরাবরই এগিয়ে থেকেছে চেন্নাই। এখনও অবধি ২৫ বার মুখোমুখি হয়ে মাত্র ৯ বার জিততে পেরেছে কলকাতা।
চেন্নাই দলের সুবিধা তাদের ব্যাটিং গভীরতা। ধোনি ব্যাট না করলেও ম্যাচ জিততে অসুবিধা হচ্ছে না চেন্নাইয়ের। কলকাতার চিন্তা আবার ব্যাটিংই। শুরুতে নীতীশ রানা, রাহুল ত্রিপাঠিরা রান পেলেও মাঝের দিকের কোনও ব্যাটসম্যান রান করতে পারছে না। প্রতি ম্যাচেই বিপদে পড়তে হচ্ছে কলকাতাকে। বল হাতেও খুব সফল নন প্যাট কামিন্সরা। হরভজন সিংহকে নিয়েও চিন্তা রয়েছে দলের মধ্যে।
চেন্নাই দলে অবশ্য মইন আলি, রবীন্দ্র জাডেজারা বোলিং বিভাগকে সামলে দিচ্ছেন অভিজ্ঞতা দিয়ে। সেই সঙ্গে রয়েছেন দীপক চাহার, স্যাম কারেনরাও। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ছন্দ ফিরে পেলে ধোনি পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যেতে পারেন।
কলকাতার হয়ে শাকিব আল হাসানকেও সেই ভাবে ছন্দে দেখা যায়নি। সাজঘরে লকি ফার্গুসন, সুনীল নারাইনের মতো ক্রিকেটাররা বসে রয়েছেন। তাঁদের সুযোগ দিয়ে দেখা যেতেই পারে। চেন্নাইয়ের বিরুদ্ধে এঁদেরকে সুযোগ দেবে কলকাতা?