—ফাইল চিত্র
এ রকম আইপিএল এর আগে হয়নি। লিগের শেষ ম্যাচ পর্যন্ত বজায় থাকল টানটান উত্তেজনা। প্লে অফে কোন চারটি দল খেলবে, তা আগে বোঝা যায়নি। মঙ্গলবার রাতে পরিষ্কার হয়ে গেল দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোরের সঙ্গে হায়দরাবাদও প্লে অফে গেল।
প্লে অফে কে কার বিরুদ্ধে খেলবে? এ দিন হায়দরাবাদের কাছে হেরে গেলেও লিগ টেবলে এক নম্বর হিসেবেই শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। দু’নম্বরে দিল্লি ক্যাপিটালস।
প্রথম কোয়ালিফায়ারে (৫ নভেম্বর) মুখোমুখি দিল্লি ও মুম্বই। মুম্বইকে হারানোয় হায়দরাবাদের নেট রান রেটও ভাল হওয়ায় তিন নম্বরে এখন ওয়ার্নাররা। এলিমিনেটরে (৬ নভেম্বর) হায়দরাবাদকে খেলতে হবে চার নম্বরে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচ যে জিতবে তাদের সঙ্গে আবার দ্বিতীয় কোয়ালিফায়ারে (৮ নভেম্বর) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। প্লে অফ শেষ হলেই ফাইনাল। ১০ নভেম্বর দুবাইয়ে জানা যাবে কার হাতে উঠছে এ বারের ট্রফি।
আরও পড়ুন: প্লে অফে হায়দরাবাদ, স্বপ্ন শেষ কলকাতার
আরও পড়ুন: ঋদ্ধির ব্যাটে সিদ্ধিলাভ হায়দরাবাদের