IPL 2020

স্বজন হারানোর যন্ত্রণা নিয়ে দারুণ পারফরম্যান্স, রানা-মনদীপের প্রশংসায় সচিন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানা ৫৩ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ওপেন করতে নেমে ১৭ রান করেন মনদীপ।

Advertisement

সংবাদ সংস্থা

আবু ধাবি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৪:৫৭
Share:

সচিন তেন্ডুলকর।

স্বজনবিয়োগের যন্ত্রণা বুকে নিয়ে শনিবার মাঠে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা ও কিংস ইলেভেন পঞ্জাবের মনদীপ সিংহ।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানা ৫৩ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৭ রান করেন মনদীপ। প্রিয়জনদের হারানোর শোক নিয়ে খেলার জন্য দুই ক্রিকেটারের প্রশংসা করে টুইট করেন সচিন তেন্ডুলকর।

উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারিয়েছিলেন সচিন স্বয়ং। বাবার অন্ত্যেষ্টি সেরে কিনিয়ার বিরুদ্ধে মাঠে নেমে সেঞ্চুরি করেছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। কলকাতা ও পঞ্জাবের দুই ক্রিকেটারের উদ্দেশে টুইট করে সচিন লিখেছেন, ‘প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কষ্ট দেয়। কিন্তু সব থেকে হৃদয়বিদারক ব্যাপার হল, শেষ দেখার সময়ও পান না অনেকে। মনদীপ ও রানার পরিবারকে সমবেদনা জানাই’।

Advertisement

আরও পড়ুন: অধিনায়ক পালাতে পারে না, বলছেন বিদ্ধ ধোনি

মনদীপ সিংহ তাঁর বাবাকে হারান শুক্রবার। অন্যদিকে, কলকাতার ক্রিকেটার নীতিশ রানা হারান তাঁর শ্বশুরকে। গতকাল পঞ্চাশ করার পরে শ্বশুরকে মাঠেই শ্রদ্ধা জানান রানা। কেকেআরের একটি বিশেষ জার্সি তুলে ধরেন তিনি। সেই জার্সির পিছনে লেখা ছিল রানার শ্বশুর সুরিন্দরের নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement