কখনও দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে দুরমুশ করে দেওয়া তো কখনও শিক্ষানবিশদের মতো পারফর্ম করে হেরে যাওয়া। চুম্বকে এটাই ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা নাইট রাইডার্সের পারফরম্যান্স। চলতি আইপিএলে যত বার মনে হয়েছে কলকাতা প্লে অফে যাচ্ছে, তখনই হেরেছে মর্গ্যান বাহিনী। অবস্থা এমনই যে প্লে অফে যেতে গেলে এখন সব ম্যাচ জিততেই হবে নাইটদের। বৃহস্পতিবার তারা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া চেন্নাই সুপার কিংসের। মাস্ট উইন ম্যাচে কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য একাদশ? দলে কি বদল আসতে পারে? দেখে নেওয়া যাক।
শুভমন গিল: ভাল ফর্মে আছেন নাইটদের এই ওপেনার। গড় ৩৪-এর বেশি হলেও স্ট্রাইক রেট বেশ কম (১১৩.৮৫)। চেন্নাইয়ের বিরুদ্ধে এই বিষয়ে তাঁকে নজর দিতে হবে।
নীতীশ রানা: ওপেনিংয়ে নেমে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত খেললেও পরের ম্যাচেই পঞ্জাবের বিরুদ্ধে শূন্য করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ধারাবাহিকতার অভাব স্পষ্ট তাঁর ব্যাটে। চেন্নাইয়ের বিরুদ্ধেও সম্ভবত ওপেনিংয়েই দেখা যাবে তাঁকে।
রাহুল ত্রিপাঠি: প্রথম দুই ম্যাচ বাদ দিলে শান্তই থেকেছে রাহুলের ব্যাট। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর জায়গায় নতুন কাউকে দেখা যেতেও পারে।
অইন মর্গ্যান: টুর্নামেন্টে এখনও বিস্ফোরক মর্গ্যানকে দেখতে পাওয়া যায়নি। দলকে জয়ের চেনা রাস্তায় ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে।
দীনেশ কার্তিক: ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁর ব্যাটেও। কোনও ম্যাচে তাঁর ব্যাটেই ম্যাচ জিতেছে কলকাতা। আবার তিনিই পর পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্লে অফে উঠতে গেলে কার্তিকে জ্বলে উঠতেই হবে।
সুনীল নারাইন: ব্যাটে-বলে নাইটদের বড় ভরসা। বল হাতে তো বটেই ব্যাট হাতেও ম্যাচ জিতিয়েছেন তিনি। আজও চেন্নাইকে হারাতে দল তাকিয়ে থাকবে তাঁর দিকেই।
প্যাট কামিন্স: কয়েকটি ম্যাচ বাদে অজি পেসারকে বিধ্বংসী মেজাজে দেখা যায়নি। চেন্নাই টপ অর্ডারকে ভাঙতে আজ ফর্মে বল করতেই হবে কামিন্সকে।
কমলেশ নাগরকোটি: ভাল শুরু করলেও হঠাৎই উইকেটহীন কমলেশ নগরকোটি। এই টুর্নামেন্টে খেলেছেন ৮ ম্যাচ। নিয়েছেন ৪ উইকেট।
লকি ফার্গুসন: ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে এই মুহূর্তে কেকেআর দলে অপরিহার্য তিনি। কামিন্সের অফ ফর্ম ঢেকে দিতে তাঁকে দলে অবশ্যই চাইবেন ক্যাপ্টেন মর্গ্যান।
বরুণ চক্রবর্তী: ভারতীয় দলে সুযোগ এনে দিয়েছে কেকেআরের হয়ে দুরন্ত ফর্ম। ১১ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। দলের সেরা স্পিনার এখন বরুণই। ‘বিস্ময় স্পিনার’ কি পারবেন চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর ফর্ম ধরে রাখতে?
প্রসিদ্ধ কৃষ্ণ: শিবম মাভিকে পিছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও এখনও সেই ভাবে ছাপ ফেলতে পারেননি। ৬ ম্যাচে নিয়েছেন মাত্র ৪ উইকেট। কামিন্স, ফার্গুসনের সঙ্গী হয়ে কি পারবেন আজ নিজেকে প্রমাণ করতে?