দাপটের সঙ্গে ম্যাচ জেতালেন ঋদ্ধি ও ওয়ার্নার। ছবি-সোশ্যাল মিডিয়া।
আইপিএলের প্লে অফে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নাররা জেতায় স্বপ্ন ভাঙল কলকাতা নাইট রাইডার্সের। এ বারের মতো অভিযান শেষ অইন মর্গ্যানদের।
আগেই প্লে অফে জায়গা করে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজকের ম্যাচ হায়দরাবাদ ও কলকাতার কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল। দাপটের সঙ্গে মুম্বইকে হারানোয় হায়দরাবাদ ও কলকাতার পয়েন্ট ১৪ হলেও রান রেট ভাল হওয়ায় হায়দরাবাদ লিগ তালিকায় তিন নম্বরে শেষ করল। ব্যাঙ্গালোর নেমে গেল চার নম্বরে।
প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ১৪৯। সেই রান তাড়া করতে নেমে ওয়ার্নার ও ঋদ্ধিমান শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন। এ দিন যশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টকে বাইরে রেখেই খেলতে নেমেছিল মুম্বই। তাঁদের অভাব অনুভূত হল। দুই তারকা বোলার না থাকায় হায়দরাবাদের ইনিংসে কামড় বসাতে পারেনি মুম্বই। ওয়ার্নার ও ঋদ্ধিকেও সমস্যায় ফেলতে পারেননি প্যাটিনসন-কুল্টার নাইলরা। শুরু থেকে শেষ পর্যন্ত ইনিংস নিয়ন্ত্রণ করে গেলেন দু’জন। শেষ পর্যন্ত ওয়ার্নার ৭৮ এবং ঋদ্ধি ৫৭ রানে অপরাজিত থেকে যান। আর তার ফলেই শারজায় উঠল কমলা ঝড়।
এ দিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য চার ম্যাচ খেলেননি রোহিত শর্মা। এ দিন দলে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া সফরে তিনি যাবেন কি না, তা নিয়ে অনেক কালি খরচ হয়েছে। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না রোহিত। হয়তো প্লে অফের জন্য সবটা তুলে রাখলেন। এ দিন মাত্র ৪ রান করে সন্দীপ শর্মার বলে আউট হলেন মুম্বই অধিনায়ক। অন্য ওপেনার কুইন্টন ডি' ককও (২৫) ফেরেন সন্দীপের বলেই।
এ বারের টুর্নামেন্টে ভাল ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে নেমে দলকে ভরসা জোগান তিনি। শাহবাজ নাদিমের বলে ৩৬ রানে আউট হন সূর্য। সেই ওভারেই শাহবাজ নাদিম ফেরান ক্রুনাল পাণ্ড্যকে। খাতাই খোলেননি তিনি। সৌরভ তিওয়ারিকে ফিরিয়ে মুম্বই শিবিরে আরও বড় ধাক্কা দেন রশিদ খান। উইকেটের পিছনে সৌরভকে তালুবন্দি করেন ঋদ্ধিমান।
রোহিত না থাকায় এত দিন ওপেন করতে নামছিলেন ঈশান কিষাণ। এ দিন চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি। ৩০ বলে ৩৩ রান করেন তিনি। সন্দীপ শর্মার বলে বোল্ড হন ঈশান কিষাণ। কুল্টার নাইলকে (১) ফেরান হোল্ডার। ভাঙনের মুখে কায়রন পোলার্ড রুখে দাঁড়ান। ২৫ বলে দ্রুত ৪১ রান করেন তিনি। ক্যারিবিয়ান তারকা ৪টি ছক্কা হাঁকান। ওই সময়ে পোলার্ডের ব্যাট থেকে ৪১ রান না এলে মুম্বই ১৪৯ রানেও পৌঁছত না। আরও আগেই তা হলে খেলা শেষ করে দিত হায়দরাবাদ। ১০ উইকেটে ম্যাচ জেতায় আত্মবিশ্বাসে ফুটছেন ওয়ার্নার-ঋদ্ধিমানরা। প্লে অফে অন্য এক হায়দরাবাদকে দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
#SRH have won the toss and they will bowl first against #MumbaiIndians.#Dream11IPL pic.twitter.com/VfUHg35BVJ