IPL 2020

আইপিএলের উদ্বোধনী ম্যাচে রেকর্ড, খেলা দেখেছেন ২০ কোটি মানুষ

করোনা সংক্রমণের জন্য এ বারের আইপিএল আয়োজন নিয়ে এক সময়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মেগা টুর্নামেন্টের বল গড়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৬
Share:

ধোনি ও রোহিতের ধুন্ধুমারে শুরু এ বারের আইপিএল। -ফাইল চিত্র।

শুরুতেই রেকর্ড। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখেছেন ২০ কোটি মানুষ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ এ কথা জানিয়েছেন টুইটারে।

Advertisement

করোনা সংক্রমণের জন্য এ বারের আইপিএল আয়োজন নিয়ে এক সময়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মেগা টুর্নামেন্টের বল গড়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মাঠে দর্শক উপস্থিত না থাকলেও সেই ধুন্ধুমার ম্যাচ টেলিভিশনের পর্দায় বা অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন বিপুল সংখ্যক দর্শক।

বিশ্বের অন্য কোনও দেশের স্পোর্টিং লিগের প্রথম ম্যাচ দেখেননি এত সংখ্যক দর্শক। আগের বারের আইপিএলগুলোতেও এমন নজির তৈরি হয়নি। এ বারের আইপিএল সব অর্থেই ব্যতিক্রমী।

Advertisement

আরও পড়ুন: দেবদত্ত উদয়ে বিরাট জয়

জয় শাহ টুইট করেছেন, “ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০ কোটি মানুষ প্রথম ম্যাচ দেখেছেন। যা এককথায় নজিরবিহীন। এ বারের আইপিএলের মতো কোনও লিগের শুরু এর আগে এত ভাল হয়নি।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও টুইট করেছে, “স্বপ্নের শুরু বলতে যা বোঝায়, সেটাই হয়েছে এ বার। টিভি ও ডিজিটাল ভিউয়ারশিপের নিরিখে এটাই রেকর্ড।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement