এ বারের আইপিএল দারুণ সফল। -ফাইল চিত্র।
এ বারের আইপিএল শেষ হতে না হতেই আগামী বছরের মেগা টুর্নামেন্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী বছরের আইপিএলে দলের সংখ্যা বাড়তে পারে বলে বোর্ড সূত্রে খবর।
সর্বভারতীয় একটি প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৮টির পরিবর্তে ৯টি দল নিয়ে হতে পারে ২০২১ সালের আইপিএল।
নবম দলটি গুজরাত থেকে খেলতে পারে মেগা টুর্নামেন্টে। সেই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে মোতেরা।
আগামী বছরের আইপিএলের আগে নিলাম হতে পারে। সেই রকমই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামের ব্যাপারে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের জন্য এ বারের আইপিএল শুরু হয়েছে সেপ্টেম্বরে।
আরও পড়ুন: ‘নিঃসন্দেহে জাতীয় দলের অধিনায়ক হওয়া উচিত রোহিতের’
আরও পড়ুন: আইপিএলে রোহিত ৫ কোহালি ০, টি২০ কাপ্তেনিতে জাতীয় দলেও এগিয়ে হিটম্যান
টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বোর্ড আগেই স্থির করে রেখেছিল, পরের বারের আইপিএলের আগে বাতিল করা হবে নিলাম। কারণ ২০২১ সালের আইপিএলের আগে যথেষ্ট সময় হাতে পাওয়া যাবে না। সেই কারণে নিলাম না করার চিন্তাভাবনা করেছিল বোর্ড। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিলাম করার চিন্তাভাবনা করছে বিসিসিআই।