অনুশীলনে বিরাট কোহালি ও এ বি ডিভিলিয়ার্স।—ছবি আরসিবি
মরুভূমির গরমে আইপিএল যে কঠিনতম পরীক্ষা হতে চলেছে, অনেকের মতো তিনিও একমত। তিনি— বিরাট কোহালিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম প্রধান আকর্ষণ এ বি ডিভিলিয়ার্স।
আরসিবি-র ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘এ রকম পরিবেশে খেলতে আমি একেবারেই অভ্যস্ত নই। প্রচণ্ড গরম। মনে পড়ে যাচ্ছে চেন্নাইয়ে একটি টেস্ট খেলেছিলাম জুলাই মাসে। সেই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিল বীরু (বীরেন্দ্র সহবাগ)।’’ যোগ করছেন, ‘‘সেই ম্যাচে গরমে সব চেয়ে কাহিল অবস্থা হয়েছিল আমার। এখানে এসে প্রত্যেক দিনই সে রকম পরিস্থিতির মধ্যে পড়ছি।’’
সংযুক্ত আরব আমিরশাহি যে তাঁকে চেন্নাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে, তা আরও বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছে এ বি। বলেছেন, ‘‘চেন্নাইয়ের মতোই আর্দ্রতা থাকে এখানে রাত দশটা পর্যন্ত। তাপমাত্রা কিছুটা কমলেও গরমের ভাব কমে না। এ ধরনের পরিবেশে খেলা কঠিন হবে। সব চেয়ে কষ্ট হবে ইনিংসের শেষে পাঁচ ওভারে। তখন যাদের সব চেয়ে বেশি দম থাকবে, তারা সুবিধা পাবে।’’
শান্তি: মরুভূমির গরম থেকে রেহাই। সুইমিং পুলে কোহালি। আরসিবি
ভারতে আইপিএল না হওয়ায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে না। আইপিএলও হতে চলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে। কী ভাবে মানিয়ে নেবেন? ডিভিলিয়ার্সের জবাব, ‘‘বেঙ্গালুরুর অভাব সত্যিই অনুভব করব। খারাপ লাগবে ফাঁকা স্টেডিয়ামে খেলতেও। সমর্থকেরা আমাদের মধ্যে আলাদা শক্তি এনে দেন।’’ যোগ করেন, ‘‘তবে এই পরিস্থিতিতে ক্রিকেট আয়োজন করা যাচ্ছে, সেটাই বড় ব্যাপার। ফাঁকা স্টেডিয়ামেও বহু ম্যাচ খেলার অভ্যাস আমার আছে। তাই সমস্যা হওয়ার কথা নয়।’’