IPL 2021

IPL 2021: আইপিএল প্লে-অফের দৌড়ে জোর লড়াই চার দলের, কারা কোথায় রয়েছে

আইপিএল-এ লিগ পর্যায়ে এখন আর নয়টি ম্যাচ বাকি। জমে গিয়েছে প্লে-অফে ওঠার লড়াই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৫:০০
Share:

প্লে-অফে কোন চার দল?

রবিবার আইপিএল-এ দুটি ম্যাচ রয়েছে। লিগ পর্যায়ে এখন আর নয়টি ম্যাচ বাকি। জমে গিয়েছে প্লে-অফে ওঠার লড়াই।

Advertisement

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস আগেই শেষ চারে উঠে গিয়েছে। দুই দলেরই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তাদেরও শেষ চারে যাওয়া অনেকটাই পাকা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রবিবারের ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্টের বিচারে এক সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে। চার দলেরই ১২ ম্যাচে ১০ পয়েন্ট।

Advertisement

ফলে চতুর্থ দল হিসেবে কারা শেষ চারে যাবে, তার জন্য লড়াই কলকাতা, পঞ্জাব, রাজস্থান, মুম্বইয়ের মধ্যে। নেট রানরেটের বিচারে এই চার দলের মধ্যে সব থেকে ভাল জায়গায় কেকেআর (+০.৩০২)। এরপর রয়েছে পঞ্জাব (-০.২৩৬), রাজস্থান (-০.৩৩৭), মুম্বই (-০.৪৫৩)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement