Cristiano Ronaldo

করোনা বিধি ভেঙে বিতর্কে ফুটবলের মহাতারকা, শুরু হল তদন্ত

দোষ প্রমাণিত হলে জরিমানা দিতে হতে পারে এই তারকা ফুটবলারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১২:২০
Share:

—প্রতীকী চিত্র

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ। করোনা বিধি ভেঙে বান্ধবী জর্জিনা রডরিগেজকে সঙ্গে নিয়ে পিদমন্ত এবং ভ্যালে দি’অস্টাতে দেখা গিয়েছে পর্তুগালের তারকা ফুটবলারকে। এক সংবাদ সংস্থা জানিয়েছে, ভ্যালে দি’অস্টার পুলিশ তদন্ত করছে রোনাল্ডোর ঘুরতে যাওয়া নিয়ে।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে জর্জিনাকে নিয়ে তাঁর জন্মদিন পালন করার জন্য আল্পসের বিভিন্ন জায়গায় বরফের গাড়ি চড়ছেন রোনাল্ডো। ইতালির বিভিন্ন জায়গা করোনা প্রকোপের জন্য লকডাউন চলছে। ‘অরেঞ্জ জোন’ অর্থাৎ করোনার প্রকোপ রয়েছে এমন জায়গায় ঢোকা নিষিদ্ধ। জরুরি কারণ ছাড়া এই জায়গাগুলোতে ঢুকতে বারণ করা রয়েছে সরকারের পক্ষ থেকে। রোনাল্ডোকে জায়গায় দেখা গিয়েছে, সেই জায়গা এই অঞ্চলের মধ্যেই রয়েছে।

দোষ প্রমাণিত হলে জরিমানা দিতে হতে পারে জুভেন্তাস তারকাকে। রোনাল্ডোকে ছাড়াই বুধবার জুভেন্তাস নেমে ছিল স্প্যালের বিরুদ্ধে কোপা ইতালিয়ার ম্যাচে। ৪-০ ব্যবধানে জয় পায় জুভেন্তাস। সেমি ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে তারা। সেরি আ-তে ৪ নম্বরে রয়েছে জুভেন্তাস। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়েছে তারা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট লিগের শীর্ষে রয়েছে এসি মিলান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement