হিনা সিন্ধু।— ফাইল চিত্র
পিস্তল থেকে গুলি ছোড়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে বিতর্কে প্রাক্তন বিশ্বসেরা শ্যুটার হিনা সিন্ধু। প্রাথমিক ভাবে হিনার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করে ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া সংস্থাটি জানিয়ে দেয়, হিনার ওই ভিডিয়োটি তাদের নীতি-বিরোধী। যদিও পরে হিনার অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, গত মাসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনের ভিডিয়ো পোস্ট করেন ওই অলিম্পিয়ান। তাতে একটি গাড়ির বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ভিডিয়োয় তাঁকে পিস্তল থেকে গুলি ছুড়তেও দেখা যায়। হিনার অভিযোগ, তার কয়েক দিন পরেই ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে কিছু বিধিনিষেধ জারি করে সোশ্যাল মিডিয়া সংস্থাটি। যার ফলে তিনি তাঁর কোনও পোস্টে মন্তব্য করতে পারছিলেন না। যা নিয়ে গত ১৮ অক্টোবর টুইটারে অভিযোগ করেন তিনি। লেখেন, ‘#ইনস্টাগ্রাম আমি এক জন শ্যুটার, এক জন অ্যাথলিট। শতাধিক দেশে খেলেছি এবং এক জন অলিম্পিয়ান। আপনারা কি আমার অ্যাকাউন্ট ব্লক করা বন্ধ করতে পারেন? সেখানে ঢুকলেই ‘বট’ আমার পোস্টে পিস্তল দেখাচ্ছে’।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘হিনার ওই ভিডিয়োয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তে দেখা গিয়েছে যা আমাদের বিজ্ঞাপন নীতি অনুযায়ী নিষিদ্ধ।’’ এ নিয়ে আলোচনার পর গত সপ্তাহেই হিনার অ্যাকাউন্ট থেকে ওই নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মরণবাঁচন ম্যাচে ফিরছেন রাসেল? দেখে নিন রাজস্থানের বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ
আরও পড়ুন: নাইটরা শক্তিশালী, সাবধানী স্টোকস
অবশ্য এই প্রথম নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’-এও এমনই বিতর্কে জড়িয়ে প়ডেছিলেন ওই শ্যুটার। সেই সময়েও গুলি করার ভিডিও পোস্ট করেছিলেন তিনি।