Paris Olympics 2024

অলিম্পিক্সে পদকের লড়াইয়ে নিজের আদর্শের মুখোমুখি! ডকিচকে নিয়ে মুগ্ধ সরবজ্যোৎও

অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু-সরবজ্যোৎ জুটি। সেই ইভেন্টে রুপোজয়ী তুরক্সের জুটির অন্যতম ছিলেন ডকিচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৬:৩৪
Share:

(বাঁ দিকে) সরবজ্যোৎ সিংহ। ইউসুফ ডকিচ (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সে নজর কেড়েছিলেন তুরস্কের শুটার ইউসুফ ডকিচ। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ভারতের মনু ভাকের-সরবজ্যোৎ সিংহ জুটি ব্রোঞ্জ পেয়েছিলেন। একই ইভেন্টে রুপো পান ডকিচেরা। প্যারিসের প্রতিপক্ষ সেই ডকিচই তাঁর অন্যতম আদর্শ বলে জানিয়েছেন সরবজ্যোৎ।

Advertisement

সাধারণ ক্রীড়াপ্রেমীদের মতো সরবজ্যোৎ নিজেও মুগ্ধ ডকিচকে নিয়ে। এক সাক্ষাৎকারে অলিম্পিক্স পদকজয়ী বলেছেন, ‘‘২০১১ সাল থেকে আমি ডকিচের ভিডিয়ো দেখছি। ও প্রথম থেকেই এ রকম। এখন ৫১ বছর বয়স। আমি চেষ্টা করেও ডকিচের মতো নিখুঁত হতে পারব না। সুযোগ পেলে জানতে চাইব, ও কী খায়!’’ সরবজ্যোৎ জানিয়েছেন, ডকিচ এমনই। কখনওই চোখের লেন্স ব্যবহার করেন না। খালি চোখেই নিখুঁত নিশানায় গুলি ছুড়তে পারেন। এমন দক্ষতা আয়ত্ব করা অত্যন্ত কঠিন বলে মনে করেন তিনি।

অলিম্পিক্সের আগে মনুর সঙ্গে আরও বেশি অনুশীলনের সুযোগ পেলে ফল ভাল হতে পারত বলে মনে করেন সরবজ্যোৎ। ভারতীয় শুটার আরও বলেছেন, ‘‘প্যারিসে আমার অনুশীলনের সময় থাকত সকাল ৯টায়। মনুর সময় থাকত দুপুর ১২টায়। মিক্সড ইভেন্টের অনুশীলনের জন্য বরাদ্দ থাকত ৩০ মিনিট। ফলে মূল অনুশীলন আমাদের আলাদা ভাবে করতে হয়েছে। কথা বলার সুযোগও হত না বেশি। দু’জনেই দু’জনকে বলতাম, নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। শুটিংয়ের কথার বাইরে নিজেদের মধ্যে মজাও করতাম।’’

Advertisement

সরবজ্যোৎ চান নিজের খামতি ঢেকে এগিয়ে যেতে। আপাতত শুটিং ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না। যে কারণে দেশে ফেরার পর হরিয়ানা সরকারের দেওয়া চাকরির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ২২ বছরের শুটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement