দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম রাউন্ডে খেলছেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। ছবি: টুইটার
দাবা বিশ্বকাপের ফাইনালের প্রথম রাউন্ডের খেলা ড্র হল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে সময়ে পিছিয়ে পড়েও ড্র করলেন ভারতের ১৮ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষই একই জায়গায় রয়েছেন। বুধবার হবে দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেটিও যদি ড্র হয় তা হলে ম্যাচের ফয়সালা হবে টাইব্রেকারে।
মঙ্গলবার আজেরবাইজানের বাকুতে ফাইনালের প্রথম ক্লাসিক্যাল রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন প্রজ্ঞানন্দ। ইংলিস কিংস ভেরিয়েশনে শুরু করেন তিনি। প্রথমের দিকে চাল দিতে দেরি করছিলেন কার্লসেন। ফলে সময়ের নিরিখে পিছিয়ে পড়ছিলেন তিনি। অন্য দিকে প্রজ্ঞা বেশ দ্রুত চাল দিচ্ছিলেন। কিন্তু একটা সময় পড়ে দ্রুত চাল দিয়ে খেলায় ফেরেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন।
টান টান খেলা চলছিল। কার্লসেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রজ্ঞার উপর চাপ দেওয়ার চেষ্টা করছিলেন। একটি চাল দিতে প্রায় ২৮ মিনিট নেন প্রজ্ঞা। ফলে সময়ের নিরিখে এ বার পিছিয়ে পড়েন তিনি। কার্লসেন দ্রুত চাল দিয়ে চাপ আরও বাড়ানোর চেষ্টা করেন। দুই প্রতিযোগীই নিজেদের কুইন (রানি) হারান। চাপে পড়লেও ভুল চাল দেননি প্রজ্ঞা। নিজের স্নায়ুর চাপ ধরে রাখেন তিনি।
খেলা দেখে মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগোচ্ছে। অবশেষে ৩৫ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী। বুধবার দ্বিতীয় ক্লাসিক্যাল গেমে নামবেন তাঁরা। এ বার সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করবেন কার্লসেন। ফলে কিছুটা সুবিধা পেয়ে গেলেন তিনি। তবে প্রজ্ঞাও দেখিয়েছেন, কঠিন পরিস্থিতি থেকে ফিরতে পারেন তিনি। ফলে দ্বিতীয় রাউন্ডে কোন প্রতিযোগী বাজি মারবেন তা আগে থেকে বলা সম্ভব নয়।
দাবা বিশ্বকাপের ফাইনালে উঠবেন ভাবতেই পারেননি প্রজ্ঞানন্দ। তবে এ বার যে তিনি নিজের সেরাটা দেবেন তা ফাইনাল শুরুর আগেই জানিয়ে দিয়েছেন ভারতীয় দাবাড়ু। তিনি বলেন, ‘‘আমি ভাবিনি কার্লসেনের বিরুদ্ধে খেলব। কারণ, একমাত্র ফাইনালেই আমাদের দেখা হওয়ার সুযোগ ছিল। আমি ফাইনালে উঠব তা ভাবতেই পারিনি। ফাইনালে নিজের সেরাটা দেব।’’ ফাইনালের শুরুটা সে ভাবেই করেছেন প্রজ্ঞা। অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা কার্লসেনকে টক্কর দিচ্ছেন তিনি।