Tokyo Olympics

টোকিয়ো অলিম্পিক্সে জায়গা করে নিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার জন্যই যোগ্যতা অর্জন করতে পেরেছেন চারু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০৯:১০
Share:

মীরাবাঈ চানু। —ফাইল চিত্র

টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পাকা মীরাবাঈ চানুর। ৪৯ কেজি বিভাগের এই ভারোত্তোলক শনিবার যোগ্যতা অর্জন করলেন অলিম্পিক্সে খেলতে যাওয়ার।

Advertisement

২০১৭ সালে বিশ্বকাপ জিতেছিলেন চানু। ৪৯ কিলোগ্রাম বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। এই মুহূর্তে ভারোত্তোলোকদের বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে চানু। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) পক্ষ থেকে টুইট করে তাঁকে শুভেচ্ছা জানানো হয় তাঁকে। লেখা হয়, ‘টোকিয়ো অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য মীরাবাঈ চানুকে শুভেচ্ছা। ভারোত্তোলোনের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।’

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার জন্যই যোগ্যতা অর্জন করতে পেরেছেন চারু। চতুর্থ স্থানে ছিলেন তিনি। অলিম্পিক্স থেকে উত্তর কোরিয়া নাম সরিয়ে নেওয়ার পর দ্বিতীয় স্থানে উঠে আসেন এই ভারোত্তোলোক। রিও অলিম্পিক্সেও জায়গা করে নিয়েছিলেন চারু। তবে সে বার কোনও ওজনই এক বারে তুলতে পারেননি তিনি। এ বার ফের সুযোগ এসে গিয়েছে তাঁর সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement