এরিকসেনের আবেদনের পরেই মাঠে নামে ডেনমার্ক। ছবি: রয়টার্স
মাঠের মধ্যে ক্রিশ্চিয়ান এরিকসেনের জ্ঞান হারানো এবং চিকিৎসার জন্য বেরিয়ে যাওয়ার পর মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল গোটা ডেনমার্ক দল। কিছুক্ষণ ম্যাচ স্থগিত রাখা হয়। তবে ফিনল্যান্ডের বিরুদ্ধে ফের খেলতে নামার জন্য তাঁদের আবেদন করেন স্বয়ং এরিকসেন। ভিডিয়ো কলে এরিকসেনের সেই আবেদনের পরেই মাঠে নামে ডেনমার্ক।
শনিবার রাতে গোটা বিশ্বের ফুটবল সমর্থকদের মনে তৈরি হয় আশঙ্কা। ইউরো কাপে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক এবং ফিনল্যান্ড। ৪২ মিনিটের মাথায় হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসেন। সঙ্গে সঙ্গে তাঁকে সিপিআর দেন ডেনমার্ক অধিনায়ক সাইমন কায়ের। এরপর চিকিৎসকরা এলে তাঁদের ঘিরে দেওয়াল তৈরি করেন ফুটবলাররা। সেই সময় তাঁদের কান্না বুঝিয়ে দিচ্ছিল সতীর্থর এমন অবস্থা মানসিক ভাবে কতটা ভেঙে দিয়েছে তাঁদের।
মিনিট দশেক পর এরিকসেনকে নিয়ে যাওয়া হাসপাতালে। স্থগিত রাখা হয় ম্যাচ। ভারতীয় সময় রাত ১২টার সময় খেলার যে অংশ বাকি ছিল তা ফের শুরু করা হয়। ফিনল্যান্ডের হয়ে গোল করেন জোয়েল পহযানপালোরা। গোলের পর কোনও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি ফিনল্যান্ডের ফুটবলারদের।