Indian Hockey Team

অপরাজেয় ভারতীয় হকি দল, দক্ষিণ কোরিয়াকেও হারিয়ে দিলেন হরমনপ্রীতেরা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে জয়। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। হরমনপ্রীত ছাড়াও গোল করেন অরায়জিত সিংহ হুন্দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৪
Share:

ভারতীয় হকি দল। —ফাইল চিত্র।

অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে জয়। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। হরমনপ্রীত ছাড়াও গোল করেন অরায়জিত সিংহ হুন্দল।

Advertisement

সেমিফাইনালে জায়গা আগেই পাকা করে ফেলেছিল ভারত। চিন (৩-১), জাপান (৫-১) এবং মালয়েশিয়ার (৮-১) পর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল তারা। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

হরমনপ্রীতদের বিরুদ্ধে বৃহস্পতিবার কোরিয়া যথেষ্ট লড়াই করে, কিন্তু জিততে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল করতে পারেনি ভারত। যদিও ৬ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দিয়েছিলেন অরায়জিত। ৯ মিনিটের মাথায় ব্যবধান বৃদ্ধি করেন হরমনপ্রীত। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন কোরিয়ার জিহুন ইয়াং। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। কিন্তু হরমনপ্রীত কিছু ক্ষণের মধ্যেই ৩-১ গোলে এগিয়ে দেন ভারতকে।

Advertisement

গত বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছিল। এ বারেও সেই লক্ষ্যেই নেমেছেন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা। পঞ্চম বার এই প্রতিযোগিতা জেতার পথে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement